শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানের রোয়াংছড়িতে ঝিরি পারাপারের সময় পাহাড়ী ঢলে ভেসে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ভেসে যাওয়ার কিছুক্ষনের মধ্যে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করলেও নিখোজ ছিল মা। আজ শুক্রবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস এর লোকজন অভিযান চালিয়ে তৈছা খাল থেকে মায়ের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং (৪২) ও তার মেয়ে মানু খেয়াং (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার দূর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকাল ৪ টার দিকে বাড়ী ফেরার সময় তৈছাখাল পারাপারের সময় পাহাড়ী ঢলে ভেসে যায়। এসময় স্থানীয়রা খোজাখুজির পর মেয়ের লাশ উদ্ধার করলেও নিখোজ ছিল মা। রাত হয়ে যাওয়ায় এবং দূর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যেতে পারেনি। পরে আজ শুক্রবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস এর লোকজন অভিযান চালিয়ে তৈছা খাল থেকে মায়ের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মারমা বলেন- জুম থেকে বাড়ি ফেরার পথে ঝিরি পারাপারের সময় পানির স্রোতে মা-মেয়ে ভেসে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের লাশ উদ্ধার করা হয়, পরে আজ সকালে মায়ের লাশও উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত দিন