শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার\
কঠোর লকডাউনে বান্দরবানে সেনাবাহিনী পুলিশ-বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। লকডাউন বাস্তবায়নে শনিবার সকাল থেকে জেলা শহরের নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ১৮টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত সড়কে চলাচলরত জনসাধারণকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি যারা অপ্রয়োজনে বাড়ীর বাইরে আসছে তাদের সচেতনতা করছে এবং যারা অপ্রয়োজনে ঘরের বাইরে আসছে তাদের সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে। লকডাউনে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট এবং যান চলাচল।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান জানান,করোনার বিস্তাররোধ করার লক্ষ্যে বান্দরবানে কঠোর লকডাউন চলছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ১৮টি টিম জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে যাতে কেউ আইন অমান্য করে বাইরে অযথা ঘোরাঘুরি করতে না পারে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের টিম বিভিন্ন পয়েন্টে অবস্থান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লকডাউন কার্যকরে কাজ করে যাবে।
আপনার মতামত দিন