সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে বান্দরবানে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) সকালে বান্দরবান বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে জর্জ কোর্টের সামনে থেকে হারিকেন ও কুপি বাতি হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচীতে বক্তরা বলেন- সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন ত্রাহি অবস্থা। গ্রামগঞ্জে ২৪ ঘণ্টায় এখন দু-এক ঘণ্টার জন্য বিদ্যুৎ আসে। মফস্সল শহরগুলোয় রাতে দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলায়ও পাঁচ থেকে ছয় ঘণ্টা লোডশেডিং থাকে। বক্তারা আরো বলেন- “ক্ষমতাসীন সরকার শুধু নিজেদের ঘনিষ্ঠজনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দিয়েছে। এ খাতে ভর্তুকির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেট থেকে কেটে নেওয়া হয়েছে।
পরে কর্মসূচী শেষে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন বিএনপি নেতারা।
আপনার মতামত দিন