সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
শাসক নয়, সেবক হিসেবে থাকতে চান বান্দরবানে নবাগত পুলিশ সুপার সৈকত শাহীন। বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে এক কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, কাজ ভিন্ন হলেও পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক। আমরা উভয়ই একে অপরকে সহযোগিতার মাধ্যমে বান্দরবানের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবো। পুলিশ সুপার হয়ে বান্দরবানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন নবাগত এ পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম, সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন (ডিএসবি) মো. আব্দুল করিম (ডিআইওয়ান), সহকারী পুলিশ সুপার এ আর মোজাফফর হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন