সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
শীতের তীব্রতা জেঁকে বসেছে পার্বত্য জেলা বান্দরবানেও। শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশার কারনে সূর্যের দেখা পাওয়া যায়নি এ জেলায়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ছুটির দিন হওয়ায় অফিস আদালত বন্ধ থাকায় ঘরের বাইরে মানুষের আনা গোনা কম হলেও বিপাকে পড়েছে শ্রমিক ও দিন মজুর খেটে খাওয়া মানুষেরা। কনকনে ঠান্ডায় গরিব, অসহায়, ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে ছুটছেন পুরোনো কাপড়ের দোকানে। দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগবালাইও। এছাড়াও কনকনে ঠান্ডার কারনে কাজে যেতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেককে।
বান্দরবানের টিএন্ডটি পাড়ার কয়েকজন জুমচাষী বলেন, আমরা অন্যান্য সময় ভোরে ওঠে কাজ করতে জুমে চলে যায়। কিন্তু কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডার পড়ার কারণে কাজে যেতে পারছি না। এমনকি শীত বেশি পড়ার কারণে আমাদের ছেলে-মেয়েরাও অসুস্থ হয়ে পড়েছে।
এদিকে বান্দরবানের ঘুরতে আসা কয়েকজন পর্যটক বলেন, আমরা আসলে ঢাকা শহরে এমন আবহাওয়া দেখতে পায় না। বান্দরবানে এসে দেখলাম বৃষ্টির মত কোয়াশা পড়তেছে। একটু বেশি ঠান্ডা হলেও ভিউটা অনেক সুন্দর।
বান্দরবান আবহওয়া অফিসের অফিসার ইনচার্জ সনাতন কুমার মন্ডল বলেন, গতকাল থেকে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৪ ডিগ্রী সেলসিয়াস। আরো দুই একদিন শীতের তীব্র প্রকোপ থাকতে পারে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত দিন