সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান নিজস্ব প্রতিনিধি॥
এলাকার জন প্রতিনিধিদের জনবান্ধব হতে হবে। পদ পদবী মানুষকে সারা জীবন বাচিয়ে রাখবে না। কর্মের মাধ্যমে মানুষ সারা জীবন বেঁচে থাকবে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে আলীকদমের মারাইংতং ধম্মা জেদীর ৫ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি আরো বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিসহ প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অন্য সরকারের আমলে হয়নি। এসব উন্নয়নের সুফল পাহাড়ে বসবাসকারী বাসিন্দা ভোগ করতেছে। এর আগে মেরাইতং জাদীর ভিত্তি প্রস্তর স্থাপন ও নগদ ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেন মন্ত্রী।
মারাইংতং ধম্ম জেদী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উ: উইচারা মহাথের এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য মন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু মার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে লামা উপজেলার চম্পাতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে ¤্রাে ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন ও চম্পাতলী বৌদ্ধ বিহারের শুভ উদ্ভোধন করেন পার্বত্য মন্ত্রী।
আপনার মতামত দিন