বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষ্যে বুধবার সকালে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চন্দনের পানি ও ফুল নিয়ে শত শত বৌদ্ধ নর-নারী, দায়ক-দায়িকা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি রাজগুরু বৌদ্ধ বিহারের শেষ হয়। পরে সেখানে প্রার্থনা ও পঞ্চশীল গ্রহনের পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে পূজা করেন পূর্ণ্যার্থীরা। সন্ধ্যায় ধর্ম দেশনা ও বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে শেষ হবে এই বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি স্মৃতিকে স্মরণ করে প্রতি বছর এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD