শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ২৫ ফেব্রুয়ারী ২০২৩:
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন’সহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বান্দরবানে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবান জেলা সদরে কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহির কমিটির সদস্য সাচিংপ্রু জেরী গ্রুপ পৃথকভাবে পদযাত্রা কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু। ছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল’সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কর্মসূচীতে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপার্সন’সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবী জানাচ্ছি। যতই কিছু করেন না কেন, আপনাদের পদত্যাগ করতেই হবে, পার্লামেন্ট ভাঙতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
আপনার মতামত দিন